বোদা উপজেলা নির্বাচনে
সৎ,যোগ্য তরুণ নেতা সবুজকে চায় উপজেলাবাসী


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বর্তমান ৯ নং সাকোয়া ইউনিয়নের দ্বিতীয় বারের মত নির্বাচিত চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ ।
বোদা উপজেলার সব মহলে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। ফলে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে তাকেই নৌকার মাঝি হিসেবে চান এলাকাবাসী।
তা ছাড়া তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন, নৌকার বিজয় নিশ্চিত করতে হলে চেয়ারম্যান সবুজ এর বিকল্প নেই।
কারণ, তিনি বোদা এলাকার মানবসেবার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি এলাকায় একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত।
তিনি বোদার দলীয় লোকজন ছাড়াও শিক্ষক, থেকে মুচি ও হিন্দু সম্প্রদায়, সাধারণ মানুষসহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি।
মানব দরদি এলাকায় অসহায় গরিব-দুঃখী মানুষের সেবায় সর্বদা সচেষ্ট।
তিনি সাকোয়া স্কুল থেকে এস এস সি পাশ করে দিনাজপুর সরকারি কলেজ বি এস সি করেন দিনাজপুর সরকারি কলেজে থেকে। তিনি ৩ টি শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন।
২০০৪ সাল থেকে ৯ নং সাকোয়া ইউনিয়নে একাধারে ছাত্রলীগ, যুবলীগ, আ' লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। রংপুর বিভাগে ৩ জনের ১ জন শ্রেষ্ঠত্ব চেয়ারম্যান হিসেবে বিদেশ ভ্রমন করে।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক পেলে বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে মনে করেন এলাকার জনগণ।বেংহাড়ী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু জানান আমরা ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান গন মাননীয় রেলমন্ত্রী মহোদয় কে সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ কে মনোনয়ন দেওয়ার দাবী জানিয়েছি।
মনোনয়ন প্রত্যাশী সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ জানান আমার সাথে বোদা উপজেলার জনগন ও আওয়ামী নেতাকর্মীরা আছে। আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হব।