সন্তোষ জাহৃবী স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯ | ৫৯৯

 টাঙ্গাইলের সন্তোষ জাহৃবী উচ্চ বিদ্যালয়ের ১৪৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারী সোমবার সকালে স্কুল মাঠ প্রাঙ্গানে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিন আশরাফী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শাহরিয়ার নাজমুল আহসান,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম খান,সন্তোষ জাহৃবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম প্রমুখ।