৯৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এস.এস.সি শিক্ষার্থীদের বিদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪২ পিএম, রোববার, ২৭ জানুয়ারী ২০১৯ | ৫৭৩

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বিএস বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ৯৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলাদ মাহ্ফিল এবং এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারী শনিবার সকালে স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপি।

খন্দকার নাজিমুদ্দিন এর সভাপতিত্বে আরোও উপস্থিত উপ-প্রকৌশলী শিক্ষা অধিদপ্তর শাহরিয়ার নাজমুল আহসান, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক নাজমুল হুদা নবীন, ঘারিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহুল আমিন খোকন, মীর মনিরুজ্জামান, বাবু চিত্ত রজ্ঞন দাস, ঘারিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।