টাঙ্গাইলে আটটি আসনের সংসদ সদস্যদের গণসংবর্ধনা দিবে জেলা আওয়ামীলীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১২ এএম, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯ | ৩৮৪৭

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের টাঙ্গাইল জেলায় আটটি আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ নবনির্বাচিত সংসদ সদস্যদের গণসংবর্ধনা দিবে ।

২৭ জানুয়ারী রোববার বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ গণসংবর্ধনা দেওয়া হবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

এসময় উপস্থিত থাকবেন টাঙ্গাইলে ৮টি আসনের সংসদ সদস্যরা  টাংগাইল-১ (মধুপুর-ধনবাড়ী) কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জ্বাক ভোলা, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) তানভীর হাসান ছোট মনির, টাংগাইল-৩ (ঘাটাইল) আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল সদর-৫ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন,টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আহসানুল ইসলাম টিটু, টাংগাইল-৭ (মির্জাপুর) একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক।