টাঙ্গাইলে আটটি আসনের সংসদ সদস্যদের গণসংবর্ধনা দিবে জেলা আওয়ামীলীগ


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের টাঙ্গাইল জেলায় আটটি আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ নবনির্বাচিত সংসদ সদস্যদের গণসংবর্ধনা দিবে ।
২৭ জানুয়ারী রোববার বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ গণসংবর্ধনা দেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
এসময় উপস্থিত থাকবেন টাঙ্গাইলে ৮টি আসনের সংসদ সদস্যরা টাংগাইল-১ (মধুপুর-ধনবাড়ী) কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জ্বাক ভোলা, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) তানভীর হাসান ছোট মনির, টাংগাইল-৩ (ঘাটাইল) আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল সদর-৫ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন,টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আহসানুল ইসলাম টিটু, টাংগাইল-৭ (মির্জাপুর) একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক।