ছানোয়ার হোসেন এমপিকে বেড়াডোমা গ্রামবাসীর সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০ পিএম, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯ | ৮৮১

টাঙ্গাইল সদর-৫ আসনের নবনির্বাচিত দ্বিতীয়বারের মত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপিকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ড বেড়াডোমা গ্রামবাসী ।

বুধবার সন্ধ্যায় শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।

এসময় তিনি বলেন, শেখ হাসিনা নির্দেশে যে উন্নয়ন এই টাঙ্গাইলে সাধিত হয়েছে। আমাদের যদি আদশ না থাকে এ উন্নয়ন আমাদের কাজে আসবে না । এর আগে বিএনপি জামায়ত জোট সরকার ছিল এবং মহাজোটে একজন জয়ী হয়ে ছিল কিন্তু তুলনামূলক তেমন কোন উন্নয়ন তাদের পক্ষে করা সম্ভব হয়নি। আওয়ামীলীগের নৌকার কারণে আজ টাঙ্গাইলে উন্নয়ন দৃশ্যমান।

আমি ক্ষমতায় আসার পর বিগত বছরের চেয়ে অনেক বেশি উন্নয়ন করেছি। আমি ঢাকাতে ঘুরে ঘুরে অন্য যে কোন উপজেলার চেয়ে আমার উপজেলায় সবচেয়ে বেশি প্রকল্প এনেছি।

এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, যুগ্ম সাধারন সম্পাদক শাজাহান আনসারী,সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরণ,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারন সম্পাদক এম এ রৌফ, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হুদা নবীন প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব আরমান আলি খান।