বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে আটক ৩৪

বাগেরহাট সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪১ পিএম, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ | ৪৫৯

বাগেরহাট সদরসহ ৯টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩ টি মামলা করা হয়েছে। আটকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান। বাগেরহাট২১.০১.২০১৯