বেনাপোলে  বিজিবি সদস্যদের হাতে ফেন্সিডিল সহ আটক-১

বেনাপোল জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ | ৫৪৬
বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২২ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
 
মঙ্গলাবার মধ্য রাতে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পুটখালী বিওপির’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালী গ্রামস্থ ভান্ডারী মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ আব্দুর রাজ্জাক(৩৮) নামে এক মাদক  ব্যবসায়ীকে আটক করে। আটক আব্দুর রাজ্জাক পুটখালী উত্তর পাড়া গ্রামের মৃত শহিদ গোলদার এর ছেলে। 
 
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিকদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ মাদকব্যবসায়ীকে আটক করে পুটখালী বিওপি’র টহলদল।
 
আটককৃত ব্যক্তি ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিক করেন।