জোয়াহেরুল ইসলাম এমপিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ | ৬৮৬

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের নবনির্বাচিত আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ জেলা শাখা।

মঙ্গলবার বিকেলে জেলা বার সমিতির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের নবনির্বাচিত আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সেবা করার জন্য টাঙ্গাইল আমাকে পাঠিয়েছেন। আমি কামলা হিসেবে আপনাদের সেবা করতে চাই। তাই প্রতিটি কাজে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। কাজের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।

এডভোকেট মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এডভোকেট একেএম নাছিমুল আক্তারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেয় এডভোকেট আনিছুর রহমান, সরকারি কৌশুলি (পিপি) এস আকবর খান, সরকারি উকিল (জিপি) আনন্দ মোহন আর্য্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. হালিম, মনিরুল ইসলাম খান, শামিমুল আক্তার, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন প্রমুখ।

এসময় এডভোকেট বার সমিতি, ঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সদস্যসহ অন্যান্য আইনজীবি ও আইনজীবি সহকারীরা উপস্থিত ছিলেন।