টাঙ্গাইলে শীতবস্ত্র বিতরণ


বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দুঃস্থ্য অসহায় ও গরীব পেনশনারদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরের পুরাতন ফৌজদারী আদালত প্রাঙ্গনের নিজস্ব কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব সাঈদ মো. লুৎফুল্লাহ। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক চেয়ারম্যান ও উপদেষ্টা মো. বরকত আলী। সমিতির চেয়ারম্যান রফিকুদ্দৌলা সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ।