নাটোরের প্রতিটি গ্রামে শহরের নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে -আইসিটি প্রতিমন্ত্রী

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯ | ৪৭৪

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তাঁরই প্রতিশ্রতি পূরণ করতে নাটোরের প্রত্যেকটি গ্রামে শহরের নাগরিক সেবা পৌছে দেওয়া হবে। এজন্য নাগরিক সুবিধা পৌছে দিতে দ্রুতগতির ইন্টারনেট নিয়ে তরুণদের তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত করে জনসম্পদে পরিণত করা হবে।

প্রতিমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহনের পর শনিবার দুপুরে নাটোর সার্কিট হাউজে এসে জেলা প্রশাসন, সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি বা মাদক ব্যবসা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রশাসন, সাংবাদিক ও সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।

এসময় অনুষ্ঠানে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা প্রশাসক মোহম্মাদ শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্তি পুলিশ সুপার আকরামুল ইসলাম, সরকারী বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।