টাঙ্গাইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০১ পিএম, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯ | ৬১৯

টাঙ্গাইলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানা কর্মসুচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে।

এতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল সদর-৫ আসনের এমপি আলহাজ মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ¦ জামিলুর রহমান মিরন, সাংগঠনিক সম্পাদক শাইফুজ্জামান সোহেলসহ দলের সর্বস্তরের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

পরে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তোবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।