২০১৪ সালের অগ্নিসংযোগ মামলায়

 সাইফুল ইসলাম ফিরোজের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ
প্রকাশিত: ১২:২৪ পিএম, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯ | ৪০৬

ঝিনাইদহ-৪ আসনে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করলে অতিরিক্ত ৪র্থ মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন ও সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান জামিন নামঞ্জুর করেন। সাইফুল ইসলাম ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

আসামিপক্ষের আইনজীবী উজ্জ্বল হোসেন ও বাদল ব্যাপারী জানান, রমনা মডেল থানার দুটি মামলায় হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে সাইফুল কে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন।

রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য পরে তাকে আসামি করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালে ঢাকার পরীবাগে দুজন মোটরসাইকেলে চড়ে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দুজন আহত হন। পরে ঢাকা মেডিকেলে আহতরা মারা যান। মামলার এজাহারে নাম না থাকলেও পরে চার্জশিটে সাইফুল ইসলাম ফিরোজকে আসামি করা হয়।