নাটোরে মেগা মোটর মেকানিক্স সমাবেশ


নাটোর বড়াইগ্রামে জেলার সকল প্রকার মোটর মেকানিক্সদের নিয়ে মেগা মেকানিক্স সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় বনপাড়ার ডিলার হাছিব এন্টারপ্রাইজের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন।
জেলা মোটর মেকারনিক্স সমিতির সভাপতি মহসিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
স্বাগত বক্তব্য রাখেন হাছিব এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী এম এ হামিদ। প্রধান আলোচক ছিলেন টিভিএসের সিনিয়র ম্যানেজার কামাল উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, টিভিএস সেলস ম্যানেজার শাহানুর আলম, আরএসএম (সার্ভিস) লিকসন আলী, আরএসএম (পার্টস) মি. রয়েল রায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দুই শতাধিক মোটর মেকানিক্স অংশগ্রহণ করেন।