নাটোরে এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯ | ৪২৮

নাটোরের বাগাতিপাড়ায় এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী আবুল কালাম (৫৫) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

আবুল কালাম উপজেলার জামনগর ইউনিয়নের কৈইপুকুরিয়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। বাগাতিপাড়া মডেল থানার এসআই আবু সেনা জোয়ার্দ্দার জানান, নাটোর থানার জিআর মামলা নং ১১০৩ এর আসামী আবুল কালাম।

আদালত এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদানের পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে আটক করা হয়। পরে তাকে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়।

/ফিরোজ আহমেদ