মহাজোটে থাকা না থাকা বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় পার্টি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯ | ৫৪৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটে ২২ আসন সংখ্যা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে মহাজোটে থাকবে কিনা সিদ্ধান্ত নিতে আগামীকাল (২ জানুয়ারি) বৈঠক ডেকেছে জাতীয় পার্টি।

দলটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাপার মহাসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা এই অসন্তুষ্টি জানিয়ে নিজ দল প্রসঙ্গে বলেছেন, জাতীয় পার্টি ৯১ ও ৯৬ সালে যে ভুল করেছিল একই ভুল এবারো করেছে। এই ভুলের মাশুল আগামী ৫ বছর দলকে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীসহ নেতাকর্মীরা ছিলেন। আগামীতে দলকে সংগঠিত ও ত্যাগী নেতাকমীদের মূল্যায়নে দলের চেয়ারম্যানের ভূমিকার ওপর গুরুত্ব দেন নেতাকর্মীরা।

জাতীয় পার্টি মহাজোটে থাকবে কিনা, জাতীয় সংসদে তাদের ভূমিকা কী হবে, এসব বিষয় নিয়ে আগামীকাল নব নির্বাচিত সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন জাপা মহাসচিব।