নর্থ সাউথের শিক্ষক সিজার নিখোঁজ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, বুধবার, ৮ নভেম্বর ২০১৭ | ৪২৭

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন মঙ্গলবার রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৪৭১।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বাসা থেকে বের হয়ে যান সিজার। এর পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস নেন তিনি। পরে বিকেল ৪টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তখন থেকেই সিজারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ওসি আরো বলেন, সিজারের বাবা মোতাহার হোসেন খিলগাঁওয়ে ছেলের নিখোঁজের বিষয়টি জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন বলেন, গত ২৫ অক্টোবর কেউ একজন ছাত্র পরিচয় দিয়ে সিজারকে খুঁজতে বাসায় এসেছিল। সিজার তখন বাসায় ছিলেন না। এরপর থেকেই সিজার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। পরে সিজার নিজেই নিরাপত্তার জন্য বাসায় সিসি ক্যামেরাও স্থাপন করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, মঙ্গলবার তিনি সমাজবিজ্ঞান অনুষদে খোঁজ নিয়ে জেনেছেন, এ দিন মুবাশ্বার হাসান বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং কাজ করেছেন। এরপর বিকেল থেকে তার ফোন বন্ধ বলে তার সহকর্মীরা জানিয়েছেন। তার কী হয়েছে, এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।