নাগরপুরে আওয়ামী লীগের নির্বাচনি অফিস ভাংচুর

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৯ পিএম, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮ | ৪৬৮

টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের নির্বাচনি অফিস ভাংচুর করেছে দূর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার মামুদ নগর নতুন বাজারে আওয়ামী লীগ নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

দূর্বৃত্তরা এসময় কার্যালয়ের আসবাবপত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।

বিএনপি জামাত এ হামলার সাথে জড়িত দাবী করে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ জানান, জনমনে ভীতি সৃষ্টি করে ৩০ তারিখে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। নেতৃবৃন্দ দোষিদের দ্রুত গ্রেফতারেরও দাবী জানান।