ভূঞাপুরে পৃথক দু’টি ঘটনায়

বিএনপির ২১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৮ পিএম, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮ | ৪১৯

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৯ ডিসেম্বর বুধবার গাবসারা ইউনিয়নের ২ নং মেঘার পটল ওয়ার্ডে অবস্থিত আওয়ামী লীগ মনোনীত ছোট মনিরের নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ স্লোগানে হমলা চালায়। হামলাকারীরা নির্বাচনী অফিসে ভাঙচুর ও ককটেল বিস্ফরণ করেন।

এই ঘটনায় গাবসারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম বাদী হয়ে একই ইউনিয়নের বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবলুকে প্রধান আসামি করে ৯২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০ জনের কথা উল্লেখ করে মোট ১৫২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এছাড়া ১৭ ডিসেম্বর সোমবার বিএনপির নেতাকর্মীরা মধ্যরাতে মোটর সাইকেলে ধানের শীষ স্লোগানে নিকরাইল ইউনিয়নের মাটিকাটা বাসস্ট্যান্ডে অবস্থিত নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হমলা করে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং পোস্টার ছিঁড়ে ফেলে। এ ঘটনায় নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক তালুকদার বাদী হয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফাকে প্রধান আসামি করে বিএনপির ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, নির্বাচনের আগে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের এলাকা ছাড়া করে নিরাপদে ভোট ডাকাতি করতে আওয়ামী লীগ নিজেরাই তাদের অফিসে ভাঙচুরের নাটক সাজিয়েছে। তাদের তা-বে আমাদের লোকজন প্রচারণাই চালাতে পারছে না। আমি হলফ করে বলতে পারি বিএনপির কোন নেতাকর্মী এ ঘটনার সাথে জড়িত নয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, গাবসারা ইউনিয়নের মেঘার পটল ওয়ার্ডে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হমলার ঘটনায় গাবসারা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবলুকে প্রধান আসামি ও নিকরাইল ইউনিয়নের মাটিকাটা বাসস্ট্যান্ডে অবস্থিত নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলার অভিযোগে জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফাকে প্রধান আসামি করে মোট ১৫২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।