বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা শিপনের উদ্যোগে গণভোজ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৮:১৪ পিএম, শনিবার, ১৫ আগস্ট ২০২০ | ৬০২

টাঙ্গাইলে কেন্দ্রীয় যুবলীগ নেতা মুজাহিদুল ইসলাম শিপনের উদ্যোগে ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

শনিবার(১৫আগষ্ট) দিনব্যাপী টাঙ্গাইল পৌর এলাকার ৬নং ওয়ার্ড প্যাডাইস পাড়া নিজ বাসার সামনে এ আয়োজন করা হয়।

এ সময় ,জেলা ছাত্র-লীগের যুগ্ম-আহবায়ক শফিউল আলম মুকুল, জেলা যুবলীগের নেতা  ইমরান হোসেন জুয়েল,যুবলীগ সদস্য-খন্দকার রাজু আহমেদ,রোকন আল মামুন,শান্ত ও জেলা ছাত্রলীগের সদস্য-রওনক,সবুজ,বাবু,সালমান কবির পরশ,কামাল আহমেদ,শারুখ খান শান্ত ও মো:মোয়াজ্জেম হোসেন আশিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও তার বাড়ির পরিবারবর্গ সহ গণভোজে বিভিন্ন জায়গায় ও দলের নেতাকর্মীরা কয়েক শত হতো দরিদ্রদের খাবার বিতরণ করেন। এবং কলেজ পাড়া,পাবলিহেলথ্ এ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।