মাশরাফির নির্বাচনী প্রচারণায় থাকছেন প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | ৬০৫
জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী জনসভায় অংশ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) নড়াইলের লোহাগড়ায় মাশরাফির ওই জনসভায় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়ার কথা রয়েছে।


উল্লেখ্য, ২০১৭ সালে মাশরাফি বিন মুর্তজার পৃষ্ঠপোষকতায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গঠিত হয়। দুঃস্থ-অসহায় মানুষদের চিকিৎসা ও লেখাপড়ায় সহযোগিতা করে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। এছাড়া আইসিটি, শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, পরিবেশ ও পর্যটনসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে ফাউন্ডেশনটি।