পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন


যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনের রোববার সকাল ৭ টায় পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বরে ফুলের ব্যাদির শ্রদ্ধাঞ্জলি দিয়ে বিজয় দিবসের সূচনা হয়।
পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে দিবসটি উদযাপনের জন্য কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলের শুভেচ্ছা, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী হয়।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দীন, পৌর মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহতেশাম রেজা, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, এনডিসি সুমন জিহাদি প্রমূখ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।