ভূঞাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, রোববার, ১৬ ডিসেম্বর ২০১৮ | ৪১৮

টাঙ্গাইলের ভূঞাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠসংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে পৃথকভাবে শোভাযাত্রা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করেন।