বিজয় দিবস উদযাপন করলেন জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়


মহান বিজয় দিবস উদযাপন করলেন পূর্ব বড় ভেওলা জি.এন.এ মিশনারী উচ্চ বিদ্যালয়।
তবে একই সঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদদের; যেসব নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের। এ দেশের মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার তথা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোটি কোটি মানুষকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তুলেছিলেন। তার সঙ্গে ছিলেন একই লক্ষ্যে অবিচল একদল রাজনৈতিক নেতা। তাদের সবাইকেই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
এছাড়াও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব নাছির উদ্দিন, সহকারী শিক্ষক ও সংবাদকর্মী জুনাইদ উদ্দিন, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রিয়াজুল জন্নাত তানিম ও নবম শ্রেণীর ছাত্র হাসান মুহাম্মদ সাফিদ।
বিজয় দিবস উদযাপন সভায় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক বাবু নারায়ন চৌধুরী, সিনিয়র শিক্ষক জয়নাল আবেদিন, সিনিয়র শিক্ষক মুহাম্মদ ইউনুছ, সিনিয়র শিক্ষক জনাব রুহুল আমিন, সিনিয়র শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক মাও মোজাম্মেলুল হক, সিনিয়র শিক্ষিকা মোশারফা বেগম, সিনিয়র শিক্ষিকা শাহিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা কাউছার ইয়াছমিন, সহকারী শিক্ষক আলাউদ্দিন, সহকারী শিক্ষক মুহিব্বুল্লাহ।