বিজয় দিবস উদযাপন করলেন জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়

এম,জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০১:৩৯ পিএম, রোববার, ১৬ ডিসেম্বর ২০১৮ | ৪৫০

মহান বিজয় দিবস উদযাপন করলেন পূর্ব বড় ভেওলা জি.এন.এ মিশনারী উচ্চ বিদ্যালয়।

১৬ ডিসেম্বর রবিবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আইয়ুব এর  সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জনাব আমিনুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়ের কার্যকরী সহ সভাপতি নুরুল আলম সিকদার।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সাবেক ইউপি জামাল উদ্দিন, বিদ্যালয় কমিটির সদস্য ওসমান গণি শাহীন, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক গোলাম কিবরিয়া, মুক্তিযুদ্ধা ও শিক্ষক আলহাজ্ব আবুল কালাম। 
 
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আজ গৌরবময় বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকহানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের।

তবে একই সঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদদের; যেসব নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের। এ দেশের মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার তথা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোটি কোটি মানুষকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তুলেছিলেন। তার সঙ্গে ছিলেন একই লক্ষ্যে অবিচল একদল রাজনৈতিক নেতা। তাদের সবাইকেই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

এছাড়াও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব নাছির উদ্দিন, সহকারী শিক্ষক ও সংবাদকর্মী জুনাইদ উদ্দিন, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রিয়াজুল জন্নাত তানিম ও নবম শ্রেণীর ছাত্র হাসান মুহাম্মদ সাফিদ।

বিজয় দিবস উদযাপন সভায় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক বাবু নারায়ন চৌধুরী, সিনিয়র শিক্ষক জয়নাল আবেদিন, সিনিয়র শিক্ষক মুহাম্মদ ইউনুছ, সিনিয়র শিক্ষক জনাব রুহুল আমিন, সিনিয়র শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক মাও মোজাম্মেলুল হক, সিনিয়র শিক্ষিকা মোশারফা বেগম, সিনিয়র শিক্ষিকা শাহিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা কাউছার ইয়াছমিন, সহকারী শিক্ষক আলাউদ্দিন, সহকারী শিক্ষক মুহিব্বুল্লাহ।