মধুপুরে আওয়ামীলীগের কর্মীসভা

হাফিজুর রহমান
প্রকাশিত: ০৪:১৩ পিএম, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ | ৪৪৬

টাঙ্গাইলের মধুপুর সরকারী কলেজ মাঠে (১২ ডিসেম্বর বুধবার) আওয়ামীলীগ আয়োজিত এক নির্বাচনী কর্মী সমাবেশ করা হয়েছে।

মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুপুর-ধনবাড়ী টাঙ্গাইল ১ আসনের আওয়ামীলীগের এমপি প্রার্থী বাংলাদেশ আওযামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ আসনের সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, এসময় আরো বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলাম খান আবু, মধুপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক খান,সাধারণ সম্পাদক ও মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, মধুপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিথুন, সাধারণ সম্পাদক সজীব, সাবেক সভাপতি শরীফ আহমেদ নাছির, কুড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক সকল ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ড, ইউনিয়ন,উপজেলা আওয়ামীলীগ সহ তার সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মী সভার অনুষ্ঠানে বক্তরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহববান জানান।