মধুপুরে আওয়ামীলীগের কর্মীসভা

টাঙ্গাইলের মধুপুর সরকারী কলেজ মাঠে (১২ ডিসেম্বর বুধবার) আওয়ামীলীগ আয়োজিত এক নির্বাচনী কর্মী সমাবেশ করা হয়েছে।
মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুপুর-ধনবাড়ী টাঙ্গাইল ১ আসনের আওয়ামীলীগের এমপি প্রার্থী বাংলাদেশ আওযামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ আসনের সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, এসময় আরো বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলাম খান আবু, মধুপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক খান,সাধারণ সম্পাদক ও মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, মধুপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিথুন, সাধারণ সম্পাদক সজীব, সাবেক সভাপতি শরীফ আহমেদ নাছির, কুড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক সকল ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ড, ইউনিয়ন,উপজেলা আওয়ামীলীগ সহ তার সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মী সভার অনুষ্ঠানে বক্তরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহববান জানান।