ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে গ্রেফতার হলেন মডেল শিক্ষক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ | ৫৬৮

মডেল তারকাদের নগ্নতাকে গ্ল্যামার হিসেবেই বিবেচনা করা হয় আজকাল। যত বেশি স্বল্পবসনে নিজেকে ফুটিয়ে তোলা যায় ততই যেনো আকর্ষনীয় আর ডিভা হয়ে ওঠেন তারা।

তবে নিজের চেয়ে বয়সে কম এক কিশোরকে নিজের নগ্ন ছবি পাঠিয়ে বিপাকে পড়েছেন ২০১৪ সালে মিস কেন্টাকি নির্বাচিত হওয়া মডেল তারকা রামসে বিয়ার্স।

তাদের অভিযোগ, বিয়ার্স নিজেই এইসব ছবি স্ন্যাপচ্যাট অ্যাপের মাধ্যমে তার ছেলেকে পাঠিয়েছেন। অভিযোগ পেয়েই পুলিশ গ্রেফতার করেছেন সাবেক এই সুন্দরীকে।

অভিযোগ প্রমানিত হলে শাস্তি হিসেবে পেতে পারেন ২০ বছরের কারাদন্ড। এদিকে বিয়ার্সকে গ্রেফতারের কারণে তার জন্মস্থান ওহিয়োর বাসিন্দারা বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বিয়ার্সকে।