নাটোরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৪ পিএম, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ | ৪৪৬

নাটোরের চারটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এসব প্রতীক বরাদ্দ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রার্থীদের মধ্যে নাটোর-১ আসনে আওয়ামী লীগের শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ আসনে মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপি, নাটোর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলক এমপি’র পক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান এবং নাটোর-৪ আসনে মোঃ আব্দুল কুদ্দুস এমপি আওয়ামী লীগের নৌকা প্রতীক গ্রহন করেন। নাটোর-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী হিসাবে কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুরুল ইসলাম বিমল, নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী সাবিনা ইয়াসমীন ছবির পক্ষে জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর-৩ আসনে বিএনপি প্রার্থী দাউদার মাহমুদ ও নাটোর-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আজিজ ধানের শীষ প্রতীক গ্রহন করেন।

এছাড়াও নাটোর-১ আসনে জাতীয় পার্টির এম এ তাল্হার পক্ষে লালপুর উপজেলা জাপা’র সভাপতি মোঃ আব্দুল গণি, নাটোরে-২ আসনে মোঃ মজিবর রহমান সেন্টু ও নাটোর-৩ আসনে প্রকৌশলী মোঃ আনিসুর রহমান লাঙ্গল প্রতীক গ্রহন করেন।

নাটোর-২ আসনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর অ্যাডভোকেট মোঃ আজিজার রহমান খান চৌধুরী আমেল হাতপাখা ও নাটোর-৪ আসনে ন্যাপের হারুন অর রশিদ কুঁড়ে ঘরসহ অন্যান্য প্রার্থীরা দলীয় প্রতীক গ্রহন করেছেন। প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা আনন্দ মিছিল সহ নিজ নিজ এলাকায় চলে যান।