একাদশ জাতীয় সংসদ নির্বাচন

প্রতিক বরাদ্দ, প্রচার-প্রচারনায় প্রার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:২৩ এএম, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ | ৪৭১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে।

সোমবার সকালে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম তার কার্যালয়ে নির্বাচনের প্রার্থীদের হাতে এ প্রতিক তুলে দেন। 

আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা, জাতীয় পার্টির প্রার্থীরা লাঙ্গল, বিএনপির প্রার্থীরা ধানের শীষসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলীয় প্রতিক ও স্বতন্ত্র প্রার্থীরা নির্ধারিত প্রতিক পেয়েছেন। 

প্রতিক পাওয়ার পরই প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় নেমে পরেছেন প্রচার-প্রচারনায়।