নারী জয়িতা পুরুস্কার-২০১৮ পাচ্ছেন নাসরিন সুলতানা


টাঙ্গাইলের ধনবাড়ীর বিবেক সমাজ উন্নয়ন সংস্থা(বিএস এউএস) এর নারী সদস্য নাসরিন সুলতানা ধনবাড়ী উপজেলা প্রশাসন থেকে (১০ ডিসেম্বর ১৮) সোমবার পাচ্ছেন নারী জয়িতা পুরুস্কার ১৮।
ছোট বেলা থেকেই নাসরিন তার বাবার আদর্শে বেড়ে ওঠেছেন । কারো কোন ব্যাক্তির বিপদে পাশে দাঁড়ানো সহযোগিতা করা ছোট থেকেই এই নীতিতেই বেড়ে ওঠেন । তিনি সামাজিক সকল ধরনের উন্নয়ন মূলক ও সমাজে পিছিয়ে থাকা নারী দের কে নিয়ে তিনি কাজ করেছে আসছেন।
ইতি মধ্যেই একা সমাজের বিভিন্ন বিভিন্ন নারী সমস্যা যেমন বাল্যবিবাহ, বিধবা নারী সহ স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীদের কে পড়ালেখার সহযোগিতা করেছেন। তিনি ধনবাড়ী পৌর শহরের ২০১৬ ইং সালে ধনবাড়ী হাকিমুন্নেছা মাদ্রাসার ৯ম শ্রেণীতে পড়–য়া এক মেয়ের বাল্য বিবাহ ধনবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন্ধ করেন।
তিনি ছাত্রী জীবন থেকেই বাবার কাছ থেকে স্কুলের টিফিন, বইকেনা, নিজের ফরমপূরণের জন্য টাকা নিয়ে সেই টাকা নিয়ে নিজের স্কুলে পড়–য়া ছাত্র ছাত্রীদের ফরম পূরণ সহ সকল ধরণের সহযোগিতা করেছেন বলে স্থানীয় অনেকেই জানান।
নাসরিন সুলতানা ধনবাড়ীর পৌর শহরের নিজবর্ণি এলাকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো’র উপজেলা কর্মকর্তা হিসেবে নিয়েজিত ছিলেন তারা বাবা মৃত আব্দুল গনি। চাকরিরতবস্থায় তিনি ২০১৫ ইং মারা যান।
নাসরিন তাহমিনা জানান, আজকে আমি নারী জয়িতা পুরুস্কার পওয়ার বিশেষ ভূমিকা হচ্ছে ধনবাড়ীতে প্রতিষ্ঠিত বিবেক সমাজ উন্নয়ন সংস্থা(বিএস এউ এস) এর উপদেষ্টা রাজীব ভদ্র অপু ।
কারণ তিনিই আমার বাবা মারা যাওয়ার পর থেকেই তিনি আমাকে সামাজের অবহেলিত ও বঞ্চিতদের পাশে দাড়াতে সবসময় পাশে থেকেছে একজন অভিবাভক হিসেবে কাজ করেছেন। আমি গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান শহীদুল ইসলাম এইচ বি কলেজের ছাত্র থাকাকালীন অবস্থা থেকেই নারী বন্ধু নাসরিন সুলতানা(তাহমিনা) তিনি তার সাধ্যমত শহীদুলের লেখাপড়া সহ পায়ের জুতা পর্যন্ত কিনে দিয়ে লেখা পড়ায় উৎসাহ যুগিয়েছি যা এখন পর্যন্তও অবহ্যত আছে ।
তৎকালীন সময়ে নারী বন্ধু নাসরিনের সহযোগিতায় শহীদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে লিখিত পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছিলেন। শুধু শহীদুল ইসলাম নয় ধনবাড়ী পৌর শহরের রূপশান্তি গ্রামের রফিকুল ইসলাম ঢাকা তীতুমীর কলেজে ইংলিশে অনার্স করছে। মধুপুর উপজেলার রেজাউল করিম ঢাকা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ন বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছেন।
নাসরিন সুলতানা ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল থেকে এস এস সি ও ধনবাড়ী আসিয়া হাসিনা মহিলা ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি পাস করে। তিনি পরবর্তীতে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করেন।
বিবেক সমাজ উন্নয়ন সংস্থা( বিএসএস) এর উপদেষ্টা রাজীব ভদ্র অপু তিনি জানান, ২০১৫ সাল থেকে সমাজের অবহেলিত ও বঞ্চিত নির্যাতিত নারী দের কে এগিয়ে নেওয়ার লক্ষে তার সহধর্মণী চৈতী ভদ্র এর অনুপ্রেরণায় আমি বিবেক সমাজ উন্নয়ন সংস্থা নামে সরকারী ভাবে টাঙ্গাইল জেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে রেজিষ্টেশন নিয়ে ধনবাড়ী উপজেলায় বিভিন্ন সমাজিক উন্নয়ন ও নারীদের কে এগিয়ে নেওয়ার লক্ষে কার্যক্রম শুরু করি।
আমাদের এই (বিএম ইউএস) সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সমাজে বিভিন্ন নারী দের কে এগিয়ে নেওয়ার লক্ষে নাসরিন আমাদের (বিএমইউএস) এর সাথে কাজ শুরু করেন। আজকে নাসরিন আমাদের (বিএমইউএস) এর একজন গর্বিত সদস্য । তিনি ধনবাড়ী উপজেলা প্রশাসন থেকে নারী জয়িতা ২০১৮ পুরুষ্কার পাচ্ছেন।