টাঙ্গাইল-৭ আসনে

স্ত্রী সন্তান নিয়ে নির্বাচনী মাঠে একাব্বর হোসেন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
প্রকাশিত: ০৬:০৩ এএম, রোববার, ৯ ডিসেম্বর ২০১৮ | ৫০১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইর ৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী একাব্বর হোসেন স্ত্রী সন্তান সাথে নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। চলছে ব্যাপক প্রচারনা।

টাঙ্গাইল ৭ আসনে পরপর তিনবারের এমপি পঞ্চমবারের মত আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া একাব্বর হোসেন মনোনয়ন নিশ্চিত হওয়ার পরই দলের সাংগঠনিক তৎপরতা জোরদার করতে মাঠে নেমে পড়েছেন। প্রতিদিনই কোন না কোন কর্মসূচী থাকছে তার। আর এসব কর্মসূচীতে দলীয় নেতাকর্মীদের সাথে তার সঙ্গে থাকছেন তার স্ত্রী ঝর্না হোসেন এবং একমাত্র পুত্র তাহরিম সীমান্ত।

উপজেলার বিভিন্ন গ্রামে ছোট ছোট উঠান বৈঠকে একাব্বর হোসেন স্ত্রী সন্তান সহ যোগ দিচ্ছেন। এসময় গ্রামের মহিলা সহ সাধারণ মানুষ তাদেরকে এক নজর দেখতে ওইসব উঠান বৈঠকে ভীর করছে বলে জানা গেছে।