ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাসেম আলী
প্রকাশিত: ০৪:০৩ পিএম, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮ | ৪৮৫

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিজিবি লেজার ক্যান্টিনে ৫০ বিজিবির উদ্যোগে এ মত বিনমিয় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সীমান্ত এলাকায় অপরাধমুলক কার্যক্রম রোধ ও আগামী সংসদ নির্বাচনে অপৃতিকর ঘটনার তথ্য আদান প্রদানে উভয়ের সহযোগীতা কামনা করা হয়।

সেই সাথে সকলের সমন্বয়ে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানানো হয় মতবিনিময় সভায়।  
  
এসময় ৫০ বিজিরি’র নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, সাধারন সম্পাদক ও বিডি নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি শাকিল আহম্মেদ, সাংবাদিক শাহীন ফেরদৌস, জাকির মোস্তাফিজ মিলুসহ বিজিবি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।