খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮ | ৫০২
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে বুধবার (৫ ডিসেম্বর) শেষ দিনে আপিল করছেন সংক্ষুব্ধরা। বাদ পড়া তিনটি আসনে বেগম জিয়ার প্রার্থিতা বহালের জন্য আপিল করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।


নির্বাচনের সময় যেকোনো অনিয়মে ব্যবস্থা গ্রহণ, প্রার্থী কিংবা ভোটারদের অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য ২০০৮ সালে জেলা পর্যায়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে গঠিত হয় ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি। নির্বাচনের মাঠে বিচার নিশ্চিতে গঠিত এ কমিটিকে ব্রিফিং করে নির্বাচন কমিশন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, সারাদেশে ১২২টি দলে ভাগ হয়ে বিচারকের দায়িত্ব পালন করবেন ২৪৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

অনুষ্ঠানে সিইসি তাদের প্রতি মানুষের অভিযোগ শোনা এবং আমলে নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, কোন প্রার্থী যদি তাদের কথার বিপরীতে গিয়ে কাজ করেন তবে পেনাল কোডের ১৯৩ ধারামতে তাদের সাত বছরের জেল হবে।

এদিকে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ দিনেও আপিল করছেন মনোনয়নপত্র যাচাই বাছাই পর্বে বাদ পড়া প্রার্থীরা।

দুপুরে ফেনী এবং বগুরাসহ ৩টি আসনে বাছাইয়ে বাদ পড়া প্রার্থীতা বহালের জন্য বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচন কমিশনে আপিল করে তার তিন আইনজীবী। তারা জানান, উচ্চ আদালতে সাজার বিরুদ্ধে যে আপিল করা হয়েছে তা বিবেচনায় নিয়েই এ আবেদন করা হয়েছে।