ঝিনাইদহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:১৮ এএম, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮ | ৫৮৭

ঝিনাইদহ সদর থানায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী অভিয়াজ আহম্মেদ বাপ্পীকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে সদর থানার ওসি (অপারেশন) মহসীন এর নেতৃত্বে ঝিনাইদহ বড় ভুটিয়ারগাতী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাপ্পী ভুটিয়ারগাতি এলাকার আব্দুল আজিজের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রোববার সকালে ওসি (অপরাশেন) মহসীন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাপ্পীকে গ্রেফতার করে। সে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিল।