সাংবাদিক শাহীনের ২য় মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮ | ৪৫৭

দৈনিক আমাদের সময় ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি এবং মানবাধিকার কর্মী এহসানুল হক শাহীনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে তার পরিবারের পক্ষে এ দোয়ার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, অধ্যক্ষ ড. কামরুজ্জামান, শাহীনের বড় ভাই দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি একরামুল হক খান তুহিনসহ পরিবারবর্গ ও সাংবাদিকবৃন্দরা।

পরে এহসানুল হক শাহীনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে সকালে বাসভবনে কোরআনখানি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এহসানুল হক শাহীন টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকার মৃত এনামুল হক খানের দ্বিতীয় ছেলে।