টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর)
এমপি পুত্র রোমেলও আ’লীগের মনোনয়ন পেলেন


টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আ’লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ পুত্র কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল।
এ নিয়ে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নকে ঘিরে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এ আসনটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেল দুইজন।
এরা হলেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির ও বর্তমান সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল।
খন্দকার মশিউজ্জামান রোমেল মনোনয়ন পাওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ জানান, আজ (বুধবার) কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে খন্দকার মশিউজ্জামান রোমেলের হাতে দলীয় মনোনয়ন পত্রের চিঠি হাতে তুলে দেয়া হয়।
তিনি আরো জানান, বিকালের দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে।