টাঙ্গাইল সদর-৫ আসনে
নৌকার মনোনয়ন পত্র জমা দিলেন ছানোয়ার হোসেন


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
বুধবার (২৮ নভেম্বর) বিকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের কাছে এসে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে এ আসনটি নেত্রীকে উপহার দেবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন সংসদ সদস্য বড় ভাই মোঃ আনোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম এডভোকেট, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন,সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন কিসলু,কাজী শফিকুল মওলা দোয়েল,মীর মঈনুল হোসেন লিটন,আলোকিতপ্রজন্ম.কম এর সম্পাদক মোঃ পারভেজ হাসান।