'জোটগত নয়, দলীয়ভাবে মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে'

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮ | ৪১৮
ফাইল ছবি
জাতীয় ঐক্যফ্রন্টের আসন বণ্টন এখনও চূড়ান্ত হয়নি। দলীয়ভাবে এখনও প্রার্থীদের মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে। পরে জানানো হবে চূড়ান্ত প্রার্থী। মঙ্গলবার সকালে বেইলি রোডে নিজ বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে একথা জানান জোটের শীর্ষনেতা ড. কামাল হোসেন। এদিকে, আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৈঠকে ড. কামাল ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন গণফোরামের নেতারা। এর আগে সকালে একই জায়গায় গণফোরামের মনোনয়ন চূড়ান্ত করতে বৈঠক করেছে দলটির কেন্দ্রীয় নেতারা।