বগুড়া-৪ আসনে হিরো আলমসহ মনোনয়ন ফরম তুললেন ৯ জন


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাবেক বিএনপির সংসদ সদস্যসহ ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
গত সোমবার দুপুরে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছা: শারমিন আখতারের কাছ থেকে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসন থেকে জাতীয় পার্টির থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন অভিনেতা হিরো আলম। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নন্দীগ্রাম উপজেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো: ইদ্রিস আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া এ আসনে মনোনয়নপত্র তুলেছেন- বর্তমান জাসদের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন, সাবেক বিএনপির সংসদ সদস্য ডা: জিয়াউল হক মোল্লা, বিএনপি নেতা আনিছুর রহমান, স্বতন্ত্রভাবে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত নেতা কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আহছানুল হক, তরিকত ফেডারেশনের কাজী এম.এ. কাশেম, এন.পি.পি নেতা আয়ুব আলী।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগাী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর মনোনয়নপত্র জম দেওয়ার শেষ দিন।