র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক

নিজস্ব প্রদতবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭ | ৪৭৯

অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে টাঙ্গাইলের র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাসাখানপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল-বাসাখানপুর এলাকার আবেদ আলীর ছেলে মোঃ আবু হানিফ মিয়া (২৮) এবং একই এলাকার আবু সাইদের ছেলে ছাইফুল ইসলাম (১৯)।

টাঙ্গাইল র‌্যাব ১২ কোম্পানী কমান্ডার বিনা রানী দাস জানান, বাসাখানপুর এলাকায় দুই যুবক নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বাসাখানপুর বাজারে চেকপোষ্ট বসিয়ে বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।