টাঙ্গাইলে ৮টি আসনে আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কোন দল আগে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা দেবে তা নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল।
অবশেষে ক্ষমতাসীন আওয়ামী লীগই প্রথম মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেয়া শুরু করল। এর মধ্যে টাঙ্গাইলে ৮টি আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চুড়ান্ত হয়েছে।
মনোনীত প্রার্থীরা রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই চিঠি সংগ্রহ করেছেন।
টাঙ্গাইলে ৮টি আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা হলেন, টাংগাইল-১ (মধুপুর-ধনবাড়ী) ড. আব্দুর রাজ্জ্বাক ভোলা, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) তানভীর হাসান ছোট মনির, টাংগাইল-৩ (ঘাটাইল) আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) ছানোয়ার হোসেন, টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আহসানুল ইসলাম টিটু, টাংগাইল-৭ (মির্জাপুর) একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
টাঙ্গাইল-৫ (সদর) আসন ছাড়া আজ সবাই চিঠি সংগ্রহ করেছেন।
জোটভিত্তিক নবম সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম। ঋণ খেলাপী হয়ে তিনি সে সময় সংসদ সদস্য পদ হারান। সে থেকেই জাতীয় পাটির টাঙ্গাইল-৫ (সদর) টি পুনরায় ফিরে পেতে চেষ্টা করছে।
আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছে,জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামীলীগের মনোনীত চুড়ান্ত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন মনোনয়নের চিঠি নিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকা মার্কা নিশ্চিত করছেন।