মির্জাপুরে অবশেষে নৌকার টিকিট পেলেন একাব্বর হোসেন


সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টাঙ্গাই?ল ৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় নৌকার টিকিট হাতে পেলেন এই আসনের বর্তমান এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন।রোববার ঢাকায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে তিনি পঞ্চম বারের মত দলীয় চুড়ান্ত মনোনয়ন গ্রহন করেন। উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি একাব্বর হোসেন ১৯৯৬ সালে প্রথম এই আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পান। সে নির্বাচনে বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। ২০০১ সালে দলের চরম বিপর্জয়ের সময় আওয়ামীলীগ প্রার্থী হিসেবে তিনি এমপি নির্বাচিত হন। ২০০৮ এবং ২০১৪ সালে একাব্বর হোসেন এমপি নির্বাচিত হয়ে হ্যাট্র্রিক পূর্ণ করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বানকে সামনে রেখে একাব্বর হোসেন ছাড়াও আরো যারা আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, জেলা আওয়ামীলীগ সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামীলীগ নেতা মেজর (অব )খান্দকার আব্দুল হাফিজ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মী এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহীদ ইকবাল।
এলাকায় জনপ্রিয়তা এবং জনমত জরীপের ভিত্তিতে অবশেষে বর্তমান এমপি মো. একাব্বর হোসেন পঞ্চম বারের মত নৌকার টিকিট হাতে পেলেন।