ঠাকুরগাঁও-১ আসনে নৌকার মাঝি রমেশ সেন


আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আ'লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।
রোববার (২৫ নভেম্বর) সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিতে শুরু করে দলটি। ঠাকুরগাঁও- ১ আসন থেকে টানা চারবার নৌকার মাঝি হয়েছেন রমেশ চন্দ্র সেন। আওয়ামী লীগ থেকে তাঁর মনোনয়ন নিশ্চিতের খবর ছড়িয়ে পড়লে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঠাকুরগাঁও ১ আসনের নেতাকর্মীরা।
নবম জাতীয় সংসদে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের পানি মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দশম জাতীয় সংসদে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা।