বালিয়াকান্দিতে বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫২ এএম, রোববার, ২৫ নভেম্বর ২০১৮ | ৪৫৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের নুরজাহান বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নুরজাহান বেগম ঐ গ্রামের মৃত বেলায়েত হোসেনের স্ত্রী।

শনিবার ভোরে নিজ বসতঘরে অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, নিহত নুরজাহান বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার ব্যবহৃত কম্বল, ব্লাউজ ও বালিশ জব্দ করা হয়েছে। নিহতের লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি (বিপিএম - সেবা), সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন