ঠাকুরগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী'র র‍্যালী ও আলোচনা সভা

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০১ পিএম, বুধবার, ২১ নভেম্বর ২০১৮ | ৪২৪

যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ ঠাকুরগাঁও পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মপ্রাণ মুসলমানের একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডঃ এ কে এম কামরুজ্জামান সেলিম, ঠাকুরগাঁও বড় মসজিদের ইমাম ইমাম মাওলানা খলিলুর রহমান।

পরে সেখানে শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে দেশ জাতি ওমুসলামাদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

গতকাল মঙ্গলবার ছিল বার-ই রবিউল আউয়াল। বিশ্ব সাম্য ও মানবতার বার্তাবাহী শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এই দিনে জন্মগ্রহন করেন এবং এটি তাঁর ওফাত দিবস। দিনটিকেবিশ্ব মুসলিম পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে আসছে।