ঠাকুরগাঁওয়ে মেশিনের ফিতায় শাড়ি পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু


ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় এক মহিলা হাস্কিং মিলের ধান ভাঙানোর মেশিনের ফিতায় পরনের শাড়ি পেঁচিয়ে মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উত্তরা বাজার নুরুল ইসলামের মিলে।
বুধবার (২১ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় রেজিনা বেওয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত রেজিনা বেওয়া (৫০) রুহিয়া ইউনিয়নের কুজিশহর (উত্তরা বাজার, ভাঙ্গা কুয়াটার) গ্রামের মৃত আমির উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বাড়ির পাশের নুরুল ইসলামের মিলে ধান ভাঙাতে নিয়ে যান রেজিনা বেওয়া। এসময় অসাবধানতা বশত তাঁর শাড়ির আঁচল মিলের ফিতার সাথে পেঁচিয়ে গেলে এই ঘটনাটি ঘটে। দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে বুধবারে তার মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু এবং রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।