সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে দেয়া যায় না: প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, বুধবার, ২১ নভেম্বর ২০১৮ | ৪৫৫

বাংলাদেশের ইতিহাস এক সময় বিকৃত করা হয়েছিল, কিন্তু সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনাসদরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন ৭ মার্চের জাতির পিতার যে ভাষণ শুনে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই ভাষণকে এক সময় আমাদের দেশে নিষিদ্ধ করা হয়। সেটি আর বাজাতে দেয়া হত না। কিন্তু জাতির পিতার সেই ভাষণ এখন আন্তর্জাতিক প্রামাণ্য দলিল। আজ সেই ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ। এটাকে এখন আর কেউ মুছে দিতে পারবে না। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না এটা প্রমাণিত।

মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের সময় অনেক বিদেশি আমাদের হয়ে কাজ করেছেন। আমরা তাদের সম্মানিত করেছি। ভারত আমাদের মিত্র শক্তি ছিলো। যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের সহায়তা করেছে সেইসব বিদেশিদের আমরা সম্মান জানিয়েছি।

যে মুক্তিযোদ্ধারা জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে মহান আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন; তারা কষ্টে থাকবেন তা হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন প্রতিবেশি দেশ ভরতে মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি। প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছি।

মুক্তিযুদ্ধকে প্রজন্মের পর প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করছি। আত্মকর্সংস্থানের জন্য তাদের ঋণের ব্যবস্থা করেছি। ওয়েবসাইট পরিমার্জনে কাজ চলছে। যেখানে মুক্তিযোদ্ধাদের সব তথ্য পাওয়া যাবে।

যাদের উত্তরাধিকাররা সুবিধা পাচ্ছেন না। তারা বিষয়টা জানালে তাদেরও সহায়তা করা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।