ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি


বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম রাব্বানীর মামা খায়রুজ্জামান লিটন।
ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার (১৯ নভেম্বর) সকালে।
গোলাম রাব্বানীর মামা খায়রুজ্জামান লিটন জানিয়েছেন রাব্বানীর প্লাটিলেট ক্রমেই কমে যাচ্ছে। চিকিৎসকেরা ইতিমধ্যে তার ওষুধ পরিবর্তনও করেছেন। রাব্বানীকে প্লাটিলেট দেওয়ার জন্য প্লাটিলেট দাতারও সন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।
তবে কবে নাগাদ রাব্বানী হাসপাতাল থেকে ছাড়া পাবে তা বলতে পারেননি তিনি। শুধু গোলাম রাব্বানীর মামা খায়রুজ্জামান লিটন বলেছেন, 'রাব্বানী যন্ত্রণায় ঘুমাতে পারছে না। পুরোপুরি সুস্থ না হলে রাব্বানী হাসপাতালেই থাকবে।'