দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


নাটোরে সিংড়ায় ১৪শ’৫৫ বোতল ফেন্সিডিল সহ বাবুল (৪২) ও তার সহযোগী সামাদ (৩৭) নামের দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার গভীর রাতে পৌর শহরের বাসষ্ট্যান্ডের বাবলু ফিলিং স্টেশনে অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক ও ফেন্সিডিলসহ ট্রাক জব্দ করা হয়।
র্যাব-৫ এর নাটোর সিপিসি-০২ এর কোম্পানী কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পৌর শহরের বাসষ্ট্যান্ডের বাবলু ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বস্তার মধ্য থেকে ১৪৫৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এর সাথে জড়িত শীর্ষ মাদক ব্যবসায়ী বাবুল ও সামাদকে গ্রেফতার ও ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের দায়িত্বরত ওই কর্মকর্তা।