ভিডিও কনফারেন্সে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ এএম, রোববার, ১৮ নভেম্বর ২০১৮ | ৪৪০
 
একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। ভিডিও কনফারেন্সে লন্ডন থেকে সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বুধবার পর্যন্ত চলবে সাক্ষাৎকার কার্যক্রম।


সাড়ে ৯টার পর থেকেই শুরু হয়ে যায় সাক্ষাৎকার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মনোনয়ন বোর্ডের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎকারে স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে যোগ দেন দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বরিশাল ও খুলনা বিভাগ, মঙ্গলবার চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ এবং বুধবার দিন ময়মনসিংহ ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন বোর্ডের সদস্যরা। এবার দলটি সাড়ে চার হাজারের বেশি মনোনয়ন ফরম বিক্রি করে। বুধবার পর্যন্ত বিএনপির সাক্ষাৎকার পর্ব চলবে।