উপজেলা প্রসাশনের নেতৃত্বে ব্যানার পোষ্টার অপসারন
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থী ও সমর্থক কর্তৃক প্রচারের উদ্যেশে টাঙ্গানো ব্যানার, বিলবোর্ড, পোষ্টার অপসারন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফায়েজুল ইসলামের নেতৃত্বে এ অপসারন করা হয়। নাগরপুর উপজেলার সদর সহ বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ন স্থাপনায় থেকে এসব প্রচারে ব্যবহৃত ব্যানার, বিলবোড র্ও পোষ্টার সরানো হয় ।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ১২টা ইউনিয়নে মাইকিং করে প্রার্থীগনকে নিজ নিজ দায়িত্বে ব্যানার, বিলবোর্ড, পোষ্টার সরিয়ে ফেলার জন্য নির্দেশ প্রদান কার হয় । এ সময় নাগরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. গোলাম মোস্তাফা মন্ডল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফায়েজুল ইসলাম জানান, নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী,নির্বাচন কমিশনের নির্দেশনায় সব ধরনের আগাম প্রচার সামগ্রী তুলে ফেলা হয়েছে।
