ঠাকুরগাঁওয়ে সমাপনী পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান


ঠাকুরগাঁওয়ের গড়েয়ায ২০১৮ সালের পিএসসি (সমাপনী) পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সদর উপজেলার গড়েয়া ডিজিটাল স্কুলের আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালক মোল্লা আব্দুল কাদেরের সঞ্চালনায় ও স্কুলের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম (ঢালি)'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য আমির হোসেন, প্রধান শিক্ষক মোছাঃ হোসনে আরা বেগম সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এখন থেকেই শিশুদের মেধা এবং নৈতিকতার বিকাশ সাধন করে গড়ে তুলতে হবে৷ কারণ আমরা আগামীর যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই এর জন্য প্রয়োজন মেধা এবং নৈতিকতার সমন্বয় সাধন করা সুনাগরিকের৷